লাইফস্টাইল ডেস্ক :
লোকালয়ে শুরু হয়েছে শীতের আনাগোনা। হঠাৎ কখন জেঁকে বসে তার ঠিক নেই। তবে তরুণদের মাঝে শীতের ফ্যাশন নিয়ে শুরু হয়ে গেছে মাতামাতি। শীতের পোশাক অনেকেই কিনে ফেলেছেন। এরমধ্যে কেউ কেউ শীতের জুতা নিয়ে ভাবনায় পড়ে গেছেন। সবচেয়ে বেশি চিন্তা জুতার স্টাইল নিয়ে। তাই পরিচিত হয়ে নিতে পারেন সময়ের জুতার নতুন ট্রেন্ডের সঙ্গে।
শীতের পোশাকের সঙ্গে মানানসই শীতের জুতা পরাটাও রীতিমতো ফ্যাশনের একটি বড় অংশ। বাজারে এখন তরুণদের নজর কনভার্সের দিকে। নতুন কালেকশন আর তার সঙ্গে বিভিন্ন রঙের মিশ্রণ বেশ চলছে। তবে রঙের দিক থেকে নীল ও হলুদ রঙটা বেশি চলছে, পাশাপাশি এদের মিশ্রিত রঙটাও বেশ আকর্ষণীয়।
হালকা-গাঢ় বা মিক্সড লাল, সবুজ ও কালো রঙের কনভার্সের চাহিদাটাও বাজারে বেশি রয়েছে। লেদার, কাপড় বা জিন্স এমন অনেক কিছুর আদলেই কনভার্সগুলো তৈরি করা হয়েছে। কনভার্সের মধ্যেও রাখা হয়েছে কয়েকটি প্রকার। এর মধ্যে রয়েছে হাই কনভার্স, সেমি হাই কনভার্স, স্যু কনভার্স, প্লেইন কনভার্স, স্পোর্টস কনভার্স, ফিতা কনভার্স ইত্যাদি। পায়ের যত্ন আর পথ চলার ছন্দ, দুটিকে একসঙ্গে ঠিক রাখতেই বর্তমানে এই ট্রেন্ডটি রয়েছে তরুণ-তরুণীর পছন্দের শীর্ষে।
বিভিন্ন আকার আর আকৃতির প্রতিটি কনভার্স নান্দনিক বোতাম আর চেইনের ব্যবহারেও নৈপুণ্য রেখেছে। কিছু কিছু কনভার্সে দুটি স্টেপেই ব্রোকেডের কাজ হয়েছে। প্রতিটি কনভার্সে রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন আর ব্র্যান্ডের লোগো প্রিন্ট।
দরদাম :
কালার ও মানের ভিত্তিতে কনভার্সের দাম একেক জায়গায় একেক রকম। সেক্ষেত্রে রিবেক বা গুচি কালেকশনগুলোর দাম পড়বে ১ হাজার ২০০ টাকা থেকে প্রায় ৪ হাজার ৯০০ টাকার মধ্যে। বিভিন্ন ডিজাইনের উডল্যান্ড জুতাগুলোর দাম পড়বে ১ হাজার ৯৯৫ থেকে ৪ হাজার ৫৯৫ টাকা। জেনিসে কনভার্স ও কেডস পাওয়া যায় ৮৫০ টাকা থেকে ৩ হাজার ৯৯০ টাকার মধ্যে।
এছাড়াও জিএমটি, ভ্যালরওয়ালফ, চিং মিং সু শপে রয়েছে নতুন কনভার্সের যাবতীয় কালেকশন। এগুলোর দাম পড়বে ১ হাজার ৫৫০ টাকা থেকে ৭ হাজার ৯৫০ টাকার মধ্যে। বাটার স্টোরগুলোতে কনভার্স জুতা পাওয়া যাবে ৭৫০ থেকে ৭ হাজার ৮০০ টাকার মধ্যে। এদের মধ্যে নর্থ স্টারের দাম শুরু ৯৯০ টাকা থেকে।
এছাড়াও গ্যালারি এপেক্সে ৯০০ টাকা থেকে ৩ হাজার ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। চাইলে নন-ব্র্যান্ড কনভার্সও কিনে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে রাজধানীর ফরচুন মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, ফার্মগেইট, গুলিস্থানসংলগ্ন ফুটপাতে। এখানে ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে আপনার পছন্দের জুতা খুঁজে পেতে পারেন।
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, ১৯ নভেম্বর,২০১৫