মনির হোসেন। মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি এরই মধ্যে দেশীয় মিডিয়া শিল্পে নিজস্ব জায়গা করে নিয়েছেন। আজ তাঁর জন্মদিন। শুধু দেশ নয় দেশের বাইরেও মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মনির। এদিকে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল তাঁর ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ে সম্প্রতি তুরস্কেও যান তিনি। জন্মদিনের প্রথম প্রহরে একটি কাজে সিলেট আছেন তিনি।
মনির বলেন, এখানে সিলেটের বন্ধু টিজেড তামজসহ জন্মদিনের কেক কাটলাম। আরও কয়েকজন বন্ধু-ছোট ভাই ছিল। ভালো কিছু কাজ করে যেতে চাই। এটাই আমার চাওয়া। আর যারা আমাকে সকাল থেকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।