উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দিয়েছিল সেভিয়া। বুধবার রাতে প্রথম লেগের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও আর্নল্ড হালান্দের জোড়া গোলের সামনে খেই হারিয়ে ফেলে স্প্যানের ক্লাবটি। সেভিয়া শেষ দিকে ব্যবধান কমালেও ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো জার্মান জায়ান্টরা।
ঘরের মাঠে সুসোর গোলে দারুণ আরম্ভ পায় সেভিয়া। ম্যাচের সপ্তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে স্প্যানিশ মিডফিল্ডারের শটে বল ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাটস হামেলসের পায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচে ফিরতে বেশি কালক্ষেপণ করেনি ডর্টমুন্ড। ১৯তম মিনিটে অসাধারণ এক গোলে সমতায় ফেরান মাহমুদ দাহুদ। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই সিরিয়ান মিডফিল্ডার। ২৭তম মিনিটে দলকে লিড এনে দেন হালান্দ। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সের মাথায় স্যানচোর সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন এই নরওয়েজিয়ান।
বিরতির আগে ফের গোলের দেখা পান হালান্দ। ৪৩তম মিনিটে মার্কো রয়েসের পাস ডি-বক্সের সামনে পেয়ে বাঁ পায়ের জোরালো মটে লক্ষ্যভেদ করেন এই তরুণ স্ট্রাইকার।
এই ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েন হালান্দ। ডর্টমুন্ডের জার্সিতে চ্যাম্পিয়ন্স লীগে সাত ম্যাচে এটি হালান্দের দশম গোল। এই প্রতিযোগিতায় কোনো এক দলের হয়ে যা দ্রুততম ১০ গোলের রেকর্ড। এর আগে বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার রয় মাকায়েরের দখলে ছিল রেকর্ডটি। তার লেগেছিল ১০ ম্যাচ।
৮৪তম মিনিটে ব্যবধান কমান ডি ইয়ং। আগামী ৯ই মার্চ দ্বিতীয় লেগের খেলায় ডর্টমুন্ডের আতিথ্য নেবে সেভিয়া।