দক্ষিণ আফ্রিকায় প্রয়োগে বিলম্ব হলেও অক্সেফোর্ড/এস্ট্রাজেনেকার করোনার টিকাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকা করোনা ভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়েন্টের হাল্কা ও মাঝারি মানের করোনা সংক্রমণে কম কার্যকর প্রমাণ পাওয়ার পর দক্ষিণ আফ্রিকা এর প্রয়োগ স্থগিত করেছে। সেখানে জোহানেসবার্গের ইউনিভার্সিটি অব উইটওয়াটারস্ট্রান্ডের এক ট্রায়েলে এই টিকা কম কার্যকর দেখা গেছে বলে জানিয়েছে তারা।
এ জন্য টিকাদান বিলম্বিত করা হলেও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনের (সিইপিআই) প্রধান রিচার্ড হ্যাচেট বলেছেন, এই টিকাকে এত তাড়াতাড়ি প্রত্যাখ্যান করা উচিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত ব্রিফিংয়ে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে তিনি বলেন, এই টিকাটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যতটা কার্যকরই হোক এটা নেয়া উচিত।