জো রুটের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় দিনই পাহাড়সম রান জড়ো করে ইংল্যান্ড। দিনশেষে ৮ উইকেটে ৫৫৫ রান করে মাঠ ছাড়ে সফরকারীরা। চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে স্কোরবোর্ডে ২৩ রান যোগ করে ৫৭৮ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে অস্বস্তিতে ভারত।
রোববার সকালে ডম বেস এবং জেমস অ্যান্ডারসনের উইকেট দুটি তুলে নেন যথাক্রমে জসপ্রিত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন। মাঠ ছাড়ার আগে বেস করেন ৩৪ রান, অ্যান্ডারসনের সংগ্রহ ১ রান। ১৪ রান করে অপরাজিত থেকে যান জ্যাক লিচ।
প্রথম ইনিংস ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় জোফরা আর্চারের উইকেটে পরিণত হন রোহিত শর্মা। ব্যক্তিগত ৬ রানে আর্চারের ডেলিভারিতে বাটলারের তালুবন্দি হন এই ওপেনার।
ওয়ানডে মেজাজে খেলছিলেন শুভমন গিল। পাঁচ বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৯ রান করে আর্চারের দ্বিতীয় শিকার হন তিনি।
মধ্যাহ্নভোজের বিরতির আগে বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি। ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে প্রথম সেশন শেষ করে টিম ইন্ডিয়া। বিরতি থেকে ফিরে ২৪তম ওভারের চতুর্থ বলে কোহলিকে ফেরান ডম বেস। মাঠ ছাড়ার আগে ৪৮ বল খেলে ১১ রান জড়ো করেন ভারত অধিনায়ক। দুই ওভারের ব্যবধানে ফের আঘাত হানেন বেস। বেসের বল খেলতে গিয়ে রুটের হস্তগত হন ১ রান করা আজিঙ্কা রাহানে।
ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট পান জোফরা আর্চার ও ডম বেস।