টটেনহ্যাম হটস্পারের জার্সি গায়ে ১০০ গোল পূর্ণ করলেন সন হিউং মিন। আর অ্যাস্টনর ভিলার বিপক্ষে দাপুটে জয় শেষে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো টটেনহ্যাম। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের খেলায় অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারায় স্পাররা। নিজেদের মাঠে ম্যাচের ২৯তম মিনিটে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সন হিউং মিন। দ্বিতীয়ার্ধের শুরুতে টবি অলডারভিরাল্ড টটেনহ্যামের তহৃতীয় গোল আদায় করলে ম্যাচে ফোরার আশা অনেকটাই শেষ হয়ে যায় অ্যাস্টন ভিলার। আসরে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তালিকার তৃতীয় স্থানে উঠে এলো টটেনহ্যাম হটস্পার। ১৬ ম্যাচে সমান ২৯ পয়েন্ট সংগ্রহ লেস্টার সিটি ও এভারটনেরও।
৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে শিরোপাধারী লিভারপুল। সমান ৩৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ১৪ ম্যাচে এটি সন হিউং মিনের ১৭তম গোল। ২০১৫তে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেন এ দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। স্পারদের জার্সি গায়ে ২৫৩ ম্যাচে নিজের গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন সন।