প্রথম ধাপের পৌর নির্বাচনের ফলাফল বর্তমান সরকারের আগের আমলের নির্বাচনের মতোই পূর্ব নির্ধারিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পৃথিবীজুড়ে প্রত্যাখ্যাত ইভিএম পদ্ধতি এসব নীল-নকশার অন্যতম সহযোগী পদ্ধতি। এর মধ্য দিয়ে প্রোগ্রাম করাই থাকে কাকে কোনটা সিট কত ভোট দেয়া হবে। যে বোতামই টেপা হোক, এর ২টা ধানের শীষে গেলে ৮টা নৌকায় যাবে।
বিএনপি মনে করছে, এখন স্থানীয় নির্বাচনগুলোও জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে নিচ্ছে যা অতীতে কখনই হয়নি। ৮০% এর বেশি ভোট পড়াকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি। গতকাল ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। ২০২১ সালে জনগণের অধিকার ফিরিয়ে দেবার প্রত্যাশা করে বিএনপি মহাসচিব বলেন, নতুন বছরের দিকে দেশের জনগণের যে অধিকার রয়েছে, সে অধিকার ফিরিয়ে পাবার জন্য আমার অবশ্যই প্রত্যাশা করবো।
সেই সাথে প্রত্যাশা করবো জনগণ তাদের অধিকার ফিরিয়ে পাবার জন্য ঐক্যবদ্ধ হবে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।